আপনার সন্তানের নিরাপদ খতনা সুনিশ্চিত করা আমাদের লক্ষ্য

WHO স্বীকৃত তুরস্কের আধুনিক প্রযুক্তির ডিভাইস কসমেটিকস পদ্ধতিতে ৩০০০ এর বেশি খতনা সম্পন্ন করেছি। এটি রক্তপাতহীন, ব্যথামুক্ত ও সেলাইবিহীন হওয়ায় পৃথিবী জুড়ে বেশ প্রচলিত।

ডিভাইস কসমেটিক খৎনা কী?

ডিভাইস কসমেটিক সুন্নতে খৎনা হলো খতনা/মুসলমানীর জগতে সবথেকে আধুনিক এবং শতভাগ নিরাপদ পদ্ধতি। এই খতনায় কোন সেলাই লাগেনা, ব্যান্ডেজ লাগেনা, রক্তপাত হয় না, প্রতিদিন গোসল করা যায়, পেন্ট পায়জামা পরা যায়, সকল বয়সে করা যায়।

কেন হাজাম দিয়ে খৎনা করাবেন না?

হাজামগণ; কাঠি বা ইন্সট্রোমেন্ট ওয়ান টাইম ব্যবহার করে না। যার কারণে বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ আপনার আদরের সোনামনির হতে পারে । যেমন: হেপাটাইটিস বি, রক্ত দূষণ, বিভিন্ন ধরনের চর্মরোগ । আপনাদের একটি প্রশ্ন – কই আগে আমাদের সময় তো কোন সমস্যা হয় নাই? উত্তর- আপনাদের সময় এত রোগ জীবাণু ভাইরাস ছিল না । আগে তো এক সিরিজ দিয়েই একাধিক রোগীকে ইঞ্জেকশন দেয়া হতো, এখন ওয়ানটাইম সিরিজ এজন্যই ব্যবহার করা হয় যেন রোগ জীবাণু ভাইরাস ছড়িয়ে না যায়। হাজাম দিয়ে খৎনা করালে আরেকটি বড় ক্ষতির সম্ভাবনা এই যে, তারা সঠিক পরিমাণে কাটতে পারে না । বয়স বৃদ্ধির সাথে সাথে পেনিসের চামড়া বড় হয়ে যায় । যার কারণে পরবর্তীতে আবার খৎনা করাতে হয় । আমি এমন অনেক গুলো খৎনা করেছি। কিছু দিন আগেও দুই জনকে খৎনা করালাম এক জন 31 বছর বয়সে আরেক জন 30 বছয় বয়সে । ছোটবেলায় হাজাম দিয়ে সুন্নাতি খৎনা করিয়েছিলেন কিন্তু খৎনা হয় নাই দ্বিতীয় বার 31 এবং 30 বছর বয়সে আবার খৎনা করালাম । আরো কয়েক জন এসেছিলেন বিভিন্ন বয়সে দ্বিতীয়বার খৎনা করানোর জন্য । উনারা আবার খৎনা করাবেন। এখনো আমাদের সেন্টার গুলোতে ৫০ জনের বেশি রিভিশন খতনা/২য় বার খৎনার সিরিয়াল আছে। তাই সাবধান! কেউ হাজাম দিয়ে খৎনা করাবেন না ।

ডিভাইস কসমেটিক খতনার সুবিধাসমূহ-

ডিভাইস কসমেটিক খৎনার প্রকারভেদ

Alisklamp

STAPLER

পরিচিতি

ডা: মাহাদী হাসান

এম.বি.বি.এস(ডি.ইউ), সি.সি.ডি (বারডেম) ডেপুটি ম্যানেজার এবং সার্জন বি এ ভি এস ক্লিনিক প্রাক্তন মেডিকেল অফিসার ইউনিভার্সেল মেডিকেল কলেজ (এনআইসিইউ) এ এম জেড হসপিটাল (এন আই সি ইউ)

আমাদের সার্ভিস সম্পর্কে কিছু ফিডব্যাক

ডিভাইস কসমেটিক খৎনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

যখন আমরা লোকাল এনেস্থিসিয়া দেই তখন হালকা একটু ব্যথা পাবে। কারন মানুষ হিসেবে সকলেরই অনুভূতি আছে। এখন শরীরে যখন সুই ঢুকবে সেটা ছোট বাবু হোক বা বড় মানুষ হোক। একটু ব্যথা পাবেই। এটা স্বাভাবিক। তা ছাড়া আর কোন ব্যথা নেই।

আলহামদুলিল্লাহ! খতনা করানোর পর সাথে সাথে বাচ্চাকে নিয়ে বাসায় যেতে পারবেন। কোন ধরনের কোন অসুবিধা নেই। বাচ্চা নিজেই পায়ে হেঁটে যেতে পারবে। আমাদের অনেক সময় এমন অনেক হয়েছে যে বাচ্চা খতনার পর সেন্টারেই খেলাধুলা করেছে।

বাসায় নেয়ার পর কিছুই করতে হবে না। স্বাভাবিকভাবে আগে বাচ্চা যা করতো তাকে সেটাই করতে দিন। সে মনের আনন্দে খেলাধুলা করতে চাই তাকে সেটাই করতে দিন। কোন রেস্টের দরকার নেই।
আপনাদের শুধু একটাই কাজ, তাকে নিয়মিত ডাক্তারের দেয়া প্রেসক্রিপশনের ঔষধ গুলো সঠিক সময়ে খাওয়াবেন।

আলহামদুলিল্লাহ! ডিভাইস কসমেটিক খৎনায় ঘা খুব দ্রুত শুকায়। সম্পূর্ণ ঘা রিকোভার (আগের মত ঠিক) হতে ২১ দিন সময় লাগে। যে কোন কাটাই ২১ দিনে রিকোভার হয়ে যায়।

জ্বী! তাঁর জন্য ডিভাইস খৎনা সর্বোত্তম উপায়। কারণ ডিভাইস খতনায় বাচ্চা খতনার আগে যেমন সুস্থ থাকে খতনার পরেও একই রকম থাকে। দেখে বুঝার উপায় নেই খতনা করানো হয়েছে কিনা। ডিভাইস লাগানো অবস্থায় সে সব কিছুই করতে পারবে।

জ্বী না! আমাদের হোম সার্ভিস নেই। আমাদের উত্তম সেবা আমাদের সেন্টারে এসে নিতে হয়।

আমাদের ঠিকানা

ঢাকা

চাঁদপুর

সিলেট

এপয়েন্টমেন্ট বুক করুন


Scroll to Top